bangla news

বিয়েবাড়ির খাবার খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১৩ ৭:০৪:৫০ পিএম
হাসপাতালে ভর্তি  অসুস্থরা। ছবি: বাংলানিউজ

হাসপাতালে ভর্তি অসুস্থরা। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে এক বিয়েবাড়িতে খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জলি রাণী দেব (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫৫ জন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জলি সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকার সঞ্জুদেবের স্ত্রী।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাসের ভাতিজি চন্দনা তালুকদারের বিয়ের দাওয়াত খাবার পরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে বর ও কনে পক্ষের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হতে থাকেন। একে একে ৫৬ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
এদিকে একই ঘটনায় বর পক্ষের প্রায় ৪০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তার মধ্যে ৮ জনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সার্বক্ষণিক আছি হাসপাতালে। কারো অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠানো হচ্ছে, কিছু সময়
আগেও দুই জনকে সিলেট পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাসপাতালের বরাত দিয়ে বাংলানিউজকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সুনামগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-13 19:04:50