ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বপন হবে এক লাখ তালবীজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বরিশালে বপন হবে এক লাখ তালবীজ

ব‌রিশাল: বরিশাল জেলায় এক লাখ তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, বরিশালসহ সারাদেশে মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে।

এসময় প্রায়ই মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

এছাড়া এ গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক গুরুত্ববহন করে। তাল পুষ্টিকর ফল, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি জনসাধারণকে তালবীজ বপন করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।