ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা পরবেশ সরদারের (৬৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার থানাঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরবেশ সরদার থানাঘাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পরবেশ সরদারের নাতি পিয়াস (১৬) টিনের চালে বিদ্যুতের তারে কাজ করছিল। তখন পিয়াস বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে দাদা পরবেশ সরদার এগিয়ে গেলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে দাদা পরবেশ সরদারের মৃত্যু হয়। পিয়াস সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।