ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলাপুর স্টেশনে পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশীদের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: কমলাপুর রেল স্টেশনে শনিবার দুপুরে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার ট্রেনের টিকিট পেতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে এঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরে ছয় নম্বর টিকিট কাউন্টারে চট্টগ্রামগামী যাত্রীরা তাদের টিকিট পেতে লাইনে দাঁড়ায়। লাইন ভেঙ্গে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। পরে কাউন্টার থেকে টিকিট না পেয়ে কয়েকজন টিকিট প্রত্যাশী কাউন্টারের একজন কর্মচারীকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশাদীদের কথাকাটাকাটি হয়। এসময় টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পুলিশ হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।