ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫ মিনিটের ব্যবধানে জামালপুর হাসপাতালে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
৫ মিনিটের ব্যবধানে জামালপুর হাসপাতালে ২ শিশুর মৃত্যু

জামালপুর: পাঁচ মিনিটের ব্যবধানে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ চিকিৎসা অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। অপরদিকে, হাসপাতালের চিকিৎসক বলছেন মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শিশু দুইটির মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশু হলো- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর গ্রামের কৃষক শফিকুল ইসলামের ৯ দিন বয়সী কন্যা সামিয়া ও ইসলামপুরের গুঠাইল এলাকার কৃষক সোবাহান মিয়ার দুই দিন বয়সী কন্যা শিশু।

সামিয়ার নানী আজিমা বেগম বাংলানিউজকে বলেন, শ্বাসকষ্ট জনিত কারণে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আমার নাতী সামিয়াকে ভর্তি করি।

ভর্তি করার পর স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে সামিয়া তিনবার হেঁচকি দিলে নার্সদের ডাক দিই। কিন্তু ওয়ার্ডে থাকা নার্স অনেক্ষণ পর যান। ততক্ষণে আমার নাতী সমিয়া মারা যায়।

তিনি আরও বলেন, সামিয়ার মৃত্যুর পর চিকিৎসকেরা তার মুখ থেকে অক্সিজেন খুলে সোবাহানের দুই দিন বয়সী কন্যা শিশুর নাকে দেয়। এর পাঁচ মিনিট পরই ওই শিশুটিও মারা যায়।

এদিকে, মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে শিশু দুইটি মারা গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৫ জনের ধারণ ক্ষমতা থাকলেও ৭০ জন শিশু ভর্তি রয়েছে। ওই দুই শিশুর অবস্থা খুবই খারাপ ছিল। স্যালাইন বা অক্সিজেন দেওয়ার কারণে মারা যাওয়ার কোনো কারণ নাই।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।