ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক মামলায় আসামির যাবজ্জীবন দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বরিশালে মাদক মামলায় আসামির যাবজ্জীবন দণ্ড

বরিশাল: বরিশালে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ রায় দেন ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এমএ হামিদ।

রায় ঘোষণার সময় দণ্ডিত হিরোন আলী আদালতে উপস্থিত ছিলেন।

তিনি বরিশাল নগরের ধান গবেষণা রোড খেয়াঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা ফজলে আলী হাওলাদরের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাতে হিরোনের বসত ঘরে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। এ সময় তার ঘর থেকে ৯৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

এ ঘটনায় র‌্যাবের ডিএডি রবিউল আলম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।

একই বছরের ১৫ ডিসেম্বর হিরোনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই তানজিল আহম্মেদ।

মামলায় ১০ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ফেনসিডিল রাখার অপরাধে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা এবং গাঁজা রাখার অপরাধে ৩ বছর ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।