ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে মাদকবিরোধী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কুড়িগ্রামে মাদকবিরোধী প্রচারণা মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ডিজিটাল কিয়কস লেড টিভি বিতরণ করা হয়। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে জেলার গুরুত্বপূর্ণ তিনটি অফিসে প্রচারণা চালা‌নোর সময় ডিজিটাল কিয়কস লেড টিভি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সে‌প্টেম্বর) দুপুরে কু‌ড়িগ্রাম কা‌লেক্ট‌রেট সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর প্রমুখ।

পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক অফিস, পুলিশ সুপার অফিস এবং জেলা ও দায়রা জজকোর্ট কার্যালয়ে তিনটি ডিজিটাল কিয়কস লেড টিভি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ১২, ২০১৯
এফইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad