ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বসুন্ধরা সিমেন্টের ডিলার ও এসএ ট্রেডার্সের পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বসুন্ধরা সিমেন্টের এজিএম সাউথ উইং জিয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রানী শাহা, সহকারী প্রকৌশলী (পিআও) সানাউল হক, প্রজেক্ট ইনচার্জ আব্দুল্লা-হেল-আল-মাসুম, বিল্ডিং কনস্ট্রাকশনের প্রকৌশলী প্রদীপ কুমার ব্যানার্জি, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার আবুল হাসান, বসুন্ধরা সিমেন্ট খুলনা ডিভিশন ডিএসআই হাফিজুর রহমান, ঝিনাইদহ এরিয়া টিএসই আমিনুর ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আবুল হাসান, যশোরের এএসএম রুহুল আমিন প্রমুখ।

কর্মশালায় কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন। কর্মশালা শেষে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।