ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো দিল ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো দিল ইইউ রোহিঙ্গা ক্যাম্প/ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গা ক্যাম্পে মৌসুমি বর্ষা মোকাবিলায় ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডাব্লিউএফপি) এ অর্থ সহায়তা দেয় সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডাব্লিউএফপি, বাংলাদেশ অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য বর্ষা মৌসুমের ঝুঁকি মোকাবিলায়  ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে। এই অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হবে।

ডাব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর রির্চাড র‌্যাগান বলেন, দুই বছর আগে বড় ধরনের রোহিঙ্গা ঢল এখন কক্সবাজারে জটিল আকার ধারণ করেছে। প্রায় ১০ লাখ রোহিঙ্গার ৮০ শতাংশই ডাব্লিউএফপির খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল। ইইউর এ অর্থ প্রান্তিক রোহিঙ্গা নারী ও শিশুদের খাদ্য সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ব্যয় করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।