ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জ: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে এ রুটে চারটি রো-রোসহ ১৫টি ফেরি চলাচল করছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫০টির মতো গাড়ি।  
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বাংলানিউজকে এতথ্য জানান।

তিনি জানান, সকাল থেকে স্বাভাবিক রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল। তবে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে ব্যহত হচ্ছে ফেরি চলাচল। আগে গন্তব্যে পৌঁছাতে এক ঘণ্টা সময় লাগলেও এখন লাগছে প্রায় দুই ঘণ্টা। যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় তুলনামূলক কম লোড নিয়েই ঘাট ছাড়ছে ফেরিগুলো।  

বিআইডব্লিটিএ’র শিমুলিয়া ঘাটের নৌ ট্রাফিক ইন্সপেক্টর সোলেমান বাংলানিউজকে বলেন, সকাল থেকে লঞ্চঘাট ও স্পিডবোট ঘাটেও যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।