ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ হিন্দু ধর্মাবলম্বীসহ সবধর্মের মানুষের পাশে রয়েছে। আসন্ন দুর্গাপূজা নিয়ে জেলা পুলিশ সবাইকে আশ্বস্ত করতে চায়, পূজার নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু নেই। জেলা পুলিশ জেলাবাসীর নিরাপত্তায় সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের নেতা-কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

এসময় হিন্দু নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

পুলিশ সুপার সমস্যা সমাধানে জেলা পুলিশ সাধ্যমত চেষ্টা করবে বলে জানায়।  

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি রবিন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, ফতুল্লার পাগলায় অবস্থিত শ্রী শ্রী পাগলনাথ মন্দিরের শিবু দাস মহন্ত, সাবায়েত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ