ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে গেলো ‘গ্রিনলাইন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে গেলো ‘গ্রিনলাইন’ ভেঙে গেছে বাসের সামনের অংশ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে গেছে গ্রিনলাইন পরিবহনের একটি দ্বিতল যাত্রীবাহী বাস। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয় যাত্রীবাহী বাসটি।

ভোরের দিকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেট্রোলপাম্প সংলগ্ন ব্রিজের রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে সামনের ভেঙে রেলিংয়ের ওপর উঠে যায় সেটি। এসময় অন্তত দুই যাত্রী আহত হয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, বাসটিতে দুর্ঘটনার সময় ৩০ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি নিচে পড়লে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারতো, ব্রিজের রেলিংয়ে আটকে যাওয়ায় তা হয়নি। তবে, বাসের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত দুই যাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শেরপুর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।