bangla news

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১২ ১:০০:৫৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইল: নড়াইল সদর উপজেলার আগদিয়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিনচালিত এক নছিমনচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবরা-নওয়াপাড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনার ফুলতলা থেকে নছিমনটি আখ আনতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিকে যাচ্ছিল। পথে চৌরাস্তা এলাকায় পোঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যৃ হয় এবং গুরুতর আহত হন তার সহকারী (হেলপার)। আহত সহকারীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা নড়াইল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-12 13:00:56