ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে বাস চলাচল শুরু

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার সব রুটে শনিবার বেলা তিনটা থেকে বাস চলাচল আবারও শুরু হয়েছে। চাঁদাবাজদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসের পর বাস চলাচল শুরু হয়।



পরিবহন সেক্টরে চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জ মোটর-শ্রমিক ইউনিয়ন বেলা ১২টায় বাস চলাচল বন্ধ করে দেয়।

বিষয়টি মিমাংসার জন্য সিরাজগঞ্জ এমএ মতিন বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন অফিসে স্থানীয় প্রশাসন আলোচনায় বসে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ারেছ আলী মিয়া, সদর ট্রাফিক ইনস্পেক্টর মো. নাসির, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মো. আনছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় প্রশাসন থেকে চাঁদাবাজদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এরপরই বাস চলাচল শুরু হয়।

চাঁদাবাজির প্রতিবাদ করায় সকাল ১১টার দিকে বাস মালিক সমিতির অফিসে বর্তমান সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মো. আনসার আলী লাঞ্ছিত হন। এর প্রতিবাদে বিুব্ধ শ্রমিকরা আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ঢাকা ও উত্তরাঞ্চলগামী যাত্রীরা বিপাকে পড়েন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ