ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু রায়হান মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে রায়হান মিয়া (১৯) নামে ট্রাক্টরের এক হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের সদর উপজেলার বড়ভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাউয়ারগাতী গ্রামের মেজাফফর মিয়ার ছেলে।

সে শারীরিক প্রতিবন্ধী ছিল।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নান্দাইলের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বড়ভাগ এলাকায় অন্য একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পানিতে পড়ে। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad