ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করার ৩ জনের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করার ৩ জনের দণ্ড দণ্ডপ্রাপ্ত আসামিরা পুলিশ হেফাজতে

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন- ছাতিয়ান গ্রামের হুরমুজ আলীর ছেলে হানিফ (৩৮), পুরতন মটমুড়ার আব্দুস সামাদের ছেলে ইকবাল হোসেন (৩৭) ও সদর উপজেলার পিরোজপুর গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পুরাতন মটমুড়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে বালু মহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/৫ ধারা অনুযায়ী আসামিরা দোষ স্বীকার করায় একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad