ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাইক্রোবাসের চাপায় চুয়েট শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
রাজধানীতে মাইক্রোবাসের চাপায় চুয়েট শিক্ষার্থী নিহত

ঢাকা: রাজধানীর ডেমরা রাণীমহল বকুলতলা এলাকায় মাইক্রোবাসচাপায় কামরুল হাসান সানি (২৩) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সানির চাচাতো ভাই তাওহিদ সামান্য আহত হয়েছেন।

সানি ওই এলাকার নাসির উদ্দিন মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সেলিম বাংলানিউজকে জানান, ওই যুবক (সানি) রাণীমহল বকুলতলা এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতিগতির মাইক্রোবাস তাকে চাপা দেয়। এসময় তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত চুয়েট শিক্ষার্থীর বোন জামাই মঈন বাংলানিউজকে জানান, তিনি (সানি) পরিবারের সঙ্গে চিটাগাং রোড় মাদানী নগর থাকতেন। সন্ধ্যায় তার চাচাতো ভাই তাওহদিসহ মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।  

মরদেহ মর্গে রাখা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad