ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
টঙ্গীতে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর গুটিয়া এলাকা সংলগ্ন তুরাগ নদের শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুর রহমান (১৯) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আব্দুর রহমান ময়মনসিংহের ভালুকা উপজেলার এলাকার প্রবাসী আব্দুল্লাহর ছেলে। তিনি উত্তরা মাইলস্টোন কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বাংলানিউজকে জানান, টঙ্গীর গুটিয়া এলাকায় তুরাগ নদের শাখা নদীতে আব্দুর রহমানসহ কয়েকজন মিলে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর স্রোতে  ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা খোঁজাখুঁজির আব্দুর রহমান উদ্ধার করে ডুবুরি দল। এরপর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জহির উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad