ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ভূমি অফিসে অভিযান, দালালের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
বরিশালে ভূমি অফিসে অভিযান, দালালের কারাদণ্ড বরিশালে ভূমি অফিসে অভিযান, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে নাসির উদ্দিন হাওলাদার (৪০) নামে এক দালালকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন হাওলাদার ২৫নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকার আহমেদ মোল্লা সড়কের বাসিন্দা মুজাম্মেল হাওলাদার ছেলে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জোনাল সেটেলমেন্ট অফিস থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আহসান হাবিব বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি নিজেদের সেটেলমেন্ট অফিসের বিভিন্ন কাজের লোক পরিচয় দিয়ে জমিজমা সংক্রান্ত কাজে আসে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

বিষয়টি ডিবি পুলিশ ও বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিককে জানালে তারা ভূমি অফিসে অভিযান চালিয়ে নাসির উদ্দিন হাওলাদারকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৬০ সালের ১৮৬ ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

বাংলা‌দেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।