ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারহাদ হোসেন জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের ইউনিটি-৮ এর প্রধান ডা. অসীত ভূষণ দাস। এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে এসে ভর্তি হয় সে।

জিহাদ বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষ্মীপুর গ্রামের বাবুল আহমেদ হাওলাদারের ছেলে।

সে স্থানীয় চর লক্ষ্মীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছেন তার চাচা নুরুল ইসলাম হাওলাদার।

বাংলানিউজকে তিনি বলেন, বাবুল আহমেদের দুই সন্তান ছিল। তার ছোট ছেলে এর আগে পানিতে ডুবে মারা যায়। আর আজ বড় ছেলে ডেঙ্গু জ্বরে মারা গেলো।

বাংলা‌দেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।