ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ইটাভাটা শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ইটাভাটা শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ভাটিপাড়া গ্রামে ইট বিক্রি করে যাওয়ার পথে পূর্বপাড়া খালে বৈদ্যুতিক নিচু লাইনে নৌকার বৈঠা লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার পানেরশ্বর গ্রামের নবাব মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও মো. হাবিবুল্লাহ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নৌকায় রাখা ইট বিক্রি করার জন্য পূর্ব হাটিরখালে নিয়ে যায় মামুন ও হাবিবুল্লাহ। নৌকা ঘাটে ভিড়িয়ে মাল নামিয়ে ফিরে আসার পথে বিদ্যুতের নিচু তারে নৌকার বৈঠা লেগে বিদ্যুতায়িত হয়ে মামুন মিয়া পানিতে পড়ে যান এবং তাকে উদ্ধার করতে হাবিবুল্লাহও পানিতে ঝাঁপ দেন। পরে অনেক খোঁজাখুজি করে এলাকার লোকজন মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা,  সেপ্টেম্বর ১১,  ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।