ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
পটুয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

পটুয়াখালী: পটুয়াখালীতে পৃথক উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মধ্য ধরান্দির কমলাপুর ইউনিয়নে ও সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- সদর উপজেলার মধ্য ধরান্দি এলাকার বাসিন্দা শহিদ ইসলামের মেয়ে রিয়া মনি (৬), একই এলাকার আজম আলীর ছেলে হাসান (৫) এবং কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমানের ছেলে ফজলুল করিম (২)।

স্থানীয় বাসিন্দা গোলাম আহাদ বলেন, দুপুরে রিয়া ও হাসান খালের পাড়ে খেলা করছিল।

কিছুক্ষণ পর তাদের দুইজনকে পরস্পরের হাত ধরা অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. গোলাম কিবরিয়া তাদের মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

অপরদিকে লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে সকালে বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে যায় ফজলুল। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের মেডিকেল সহকারী কবির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।