ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুরোগে আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গুরোগে আরও একজনের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিদ্দিক হোসেন মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুরোগে ফরিদপুরে মোট ৮ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকের মৃত্যু হয়। সিদ্দিক হোসেনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ জন।

ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১শ ৮৭ জন। এদের মধ্যে ১ হাজার ৬২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ৩৬০ জনকে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১৯৪ জন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এএটি

** ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।