ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মীনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মীনা খাতুন ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।

মীনার স্বামী আবু রায়হান জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জ্বরে নিয়ে মীনাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বলেছিলেন তার ডেঙ্গু জ্বর হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন মীনা খাতুন। উপজেলায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।