ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রেকর্ডরুমে অবৈধ অনুপ্রবেশ, ৩ জ‌নের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
রেকর্ডরুমে অবৈধ অনুপ্রবেশ, ৩ জ‌নের জেল-জরিমানা

ব‌রিশাল: বরিশালে জেলা প্রশাসনের রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন জন‌কে জেল-জরিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ সে‌প্টেম্বর) বি‌কে‌লে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহ‌মেদ ও সুব্রত বিশ্বাস দা‌স প‌রিচা‌লিত আলাদা ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযানে এ জেল-জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোহাম্মদ ওয়াসিম ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তিকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রেকর্ডরুম এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও স্বাক্ষরবিহীন জাল দলিল বহনের দায়ে মনোজ সরকার নামে আরেক ব্যক্তিকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করা ওই দুই ‌ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা‌দেশ সময়: ০৯২৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ১০, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।