ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুইজ‌নের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, সেপ্টেম্বর ১০, ২০১৯
বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুইজ‌নের কারাদণ্ড

ব‌রিশাল: বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরা‌ধে দুইজ‌নকে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের লঞ্চঘাট এলাকার শিরিন মেডিক্যাল হলে অভিযান চালায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদাল‌তের ওই অ‌ভিযা‌নে র‌্যাব-৮ এর সহযোগিতায় আ‌রও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন-শিরিন মেডিক্যালের স্বত্বাধিকারী শিরিন খানম এবং তার সহযোগী দেবাশীষ চক্রবর্তী।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা‌দেশ সময়: ০৯২১ ঘণ্টা, সে‌প্টেম্বর ১০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।