ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে দিনে চলছে ১৮ ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে দিনে চলছে ১৮ ফেরি ফেরি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে রাতে ফেরি চলাচল ব্যাহত হলেও দিনে চলছে সবগুলো ফেরি।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ওই নৌরুটে রো রো, ডাম্প, কে-টাইপ ও মিডিয়ামসহ মোট ১৮ ফেরি চলাচল করছে। ফলে নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যা শূন্যে কোঠায় রয়েছে বলে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চ্যানেলে নাব্যতা সংকটের কারণে অনেক দিন ধরেই ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। নাব্যতা সংকটের কিছুটা উন্নত হলে সোমবার সকাল থেকে ১৮টি ফেরি চলছে। তবে চ্যানেলমুখ সুরু হওয়ার কারণে রাতে দুর্ঘটনা এড়াতে ৫টি ডাম্প ফেরি বন্ধ রাখা হচ্ছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে পরিবহনের কোনো চাপ নেই। কাঁঠালবাড়ী ঘাটে পরিবহনের জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, এ নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট চলাচল করে। নাব্যতা সংকটের কারণে মাঝেমধ্যেই ফেরি চলাচল ব্যাহত হয়। এছাড়া রাতে একই কারণে ডাম্প ফেরি বন্ধ রাখা হয়। তবে ফেরি চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষারত কোনো পরিবহন নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ১৮টি ফেরি চলছে। ঘাটে কোনো যানজট নেই।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।