ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

ঢাকা: লন্ডনে মেডিক্যাল চেক আপ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি। বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছালে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক,  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত  ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম অজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনী প্রধান, আইজিপি, স্বরাষ্ট্র সচিব (নিরাপত্তা  বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, সচিব, (মেরিটাইম) পররাষ্ট্র মন্ত্রণালয়সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান ।

রাষ্ট্রপতি গত ৩১ আগস্ট নিয়মিত মেডিক্যাল চেক আপের জন্য লন্ডনে যান।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমইউএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।