ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে মিড ডে মিল চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে মিড ডে মিল চালু শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মিড মিলের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।  

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফারহানা আক্তার প্রমুখ।

শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখতেই এ উদ্যোগ চালু করা হয়েছে। তবে নিয়মিত খাবার পেতে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন ২০ টাকা করে দিতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।