ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ঢামেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক নারীর মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নাসিমা বেগম (৪৮) নামে এক নারী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৮ সেপ্টেস্বর) সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসিমার বাড়ি কুমিল্লার মোরাদনগরে ডামঘর এলাকায়।

তিনি রাজধানী মিরপুরের শেওড়া পাড়ায় এলাকায় থাকতেন। তার স্বামী জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী।

নাসিমার বড় ভাই মুসলেহ উদ্দিন বলেন, গত চারদিন ধরে নাসিমার জ্বর ছিল। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। ভোরে নাসিমাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন নতুন রোগী। আর আগের রোগী থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৭১ জন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে ২৮১ জন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad