ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুরা ঘিরে বিএমপির সভায় নানা নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
আশুরা ঘিরে বিএমপির সভায় নানা নির্দেশনা বিএমপিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে পবিত্র আশুরা পালন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানান হয়, প্রায় সাড়ে ৫ শত পুলিশ সদস্যদের বিভিন্ন টিমে ভাগ করে পবিত্র আশুরা সুষ্ঠভাবে পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নির্দিষ্ট পোশাকে স্বেচ্ছাসেবক মোতায়ন করা হবে।

এদিকে বরিশালে পবিত্র আশুরার মিছিলে অংশ নিতে ইচ্ছুকদের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।

নির্দেশনার মধ্যে আছে, মিছিলে বল্লম, চাকুসহ কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। সূর্যাস্তের আগেই মিছিল শেষ করতে হবে। রাতের বেলায় কোনো ধরনের তাজিয়া মিছিল ও সমাবেশ করা যাবে না। তাজিয়া মিছিলে বাঁশের দৈঘ্য ১২ ফুটের বেশি হবে না। মিছিলের রুটগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকতে হবে। তল্লাশি শেষ হওয়ার পরই মিছিলে প্রবেশ করতে পারবেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।