ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
ঝালকাঠিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি

ঝালকাঠি: ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত এক মাদ্রাসা অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার তেরোআনা শাহ মাহমুদিয়া সিনিয়র মাদ্রসা চত্বরে মানববন্ধন করেন স্থানীয়রা।  

মানববন্ধনে অভিযুক্ত অধ্যক্ষ এসএম কামাল হোসাইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট অধ্যক্ষ এসএম কামাল হোসাইন নিজ মাদ্রাসার অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এছাড়া দরিদ্র পরিবারের এ মেয়েটিকে দুই বছর নিজের বাড়িতে রেখে যৌন নির্যাতন করে আসছিলেন অধ্যক্ষ কামাল। কিন্তু গত ১৫ আগস্ট সর্বপ্রথম তার স্ত্রীর কাছে বিষয়টি ধরা পড়লে জানাজানি হয়।

এ ঘটনায় মেয়েটিকে একদিন আটকে রাখে অধ্যক্ষের পরিবার। খবর পেয়ে ১৭ আগস্ট পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার পর অধ্যক্ষ কামাল পালিয়ে যান।  

পরবর্তীতে মেয়েটির বাবা অধ্যক্ষ কামালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।