ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর্মসংস্থান দাবিতে দাসিয়ারছড়ায় বেকার তরুণদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
কর্মসংস্থান দাবিতে দাসিয়ারছড়ায় বেকার তরুণদের মানববন্ধন

কু‌ড়িগ্রাম: ‘বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ এ স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে দুই শতাধিক শিক্ষিত বেকার কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।

 

এসময় বক্তারা জানান, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণী কর্মহীন হয়ে জীবন অ‌তিবা‌হিত করছেন। তাই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।