ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামে বৈদ্যুতিক ডিস ক্যাবল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নড়িহাটি গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় নড়িহাটি গ্রামের মোহাম্মদ আরিফুল ইসলামের ছেলে।

সে মাগুরা টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।

হৃদয়ের মামাতো ভাই রিয়াদ হোসেন বাংলানিউজকে জানায়, সকাল থেকে টেলিভিশনের ছবি ভাল হচ্ছিল না। তাই সে ডিসের ক্যাবল লাইন ধরে মেরামত করতে যায়। তখন হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad