ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বানারীপাড়ায় আগুনে পুড়লো আবাসনের ১০ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
বানারীপাড়ায় আগুনে পুড়লো আবাসনের ১০ ঘর

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এ আগুনের সূত্রপাত  হয়। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকালে খেজুরবাড়ি আবাসনের আব্দুর জব্বারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. জামাল, রেনু বেগম, নজরুল ইসলাম, ইউনুস মোল্লা, এনায়েত হোসেন, সমীর, সালাউদ্দিন, ফারুক হোসেন ও মো. ফিরোজের ঘরে ছড়িয়ে পড়ে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।  

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

অপরদিকে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়িকাপড় ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দুই কেজি চিরা, এক কেজি চিনি ও এক প্যাকেট নুডুলস বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।