ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাত্রীর নামে আইডি খুলে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
ছাত্রীর নামে আইডি খুলে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নার্সিং পড়ুয়া ছাত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অব্যাহতভাবে আপত্তিকর মন্তব্য পোষ্ট করায় ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তিতে চিহ্নিত করে নিখিল মণ্ডল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মণ্ডলের ছেলে নিখিল একই এলাকার তরুণী ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল মন্তব্য করেন।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিখিলকে চিহ্নিত করে গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল থেকে ভুয়া আইডির সত্যতা পায়।  

এছাড়া নিখিল ওই ছাত্রীর বিরুদ্ধে আইডি খুলে আপত্তিকর মন্তব্য পোস্ট করার সত্যতাও স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।