ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার: পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ বিভিন্ন অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, মূল্য তালিকা না রাখা, প্রসাধনীর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে উপজেলার ভৈরবগঞ্জ বাজারের লুতফিয়া স্টোরকে এক হাজার, খান মার্কেটের এমসি স্টোরকে এক হাজার, মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের মা এন্টারপ্রাইজকে দুই হাজারসহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।