ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
গৌরনদীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে কাওছার সরদার (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ওই কলেজের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কাওছার সরকারি বরিশাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেলার গৌরনদী উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সিরাজ সরদারের পুত্র।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার নিহত শিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, কলেজছাত্র কাওছার সরদার কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি করে আসছিল। তার অভিভাবকরা তাকে মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছিলেন। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসাও চলছিল।

তিনি আরও জানান, বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কাওছার তার বাবাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতেই বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের চাম্বুল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কাওছার।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওছারের মরদেহ উদ্ধার করে।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।