ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাগুরা: মাগুরা সদরের কেচুয়াডুবির ঢাল এলাকায় শ্যামলী পরিবনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের আরোহী তাজ মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজের বাড়ি চুয়াডাঙ্গায় বলে জানা গেছে।

আহতদের মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।  

মাগুরা সদর হাসপাতালে ভর্তি জুয়েল শেখ (বাসের হেলপার) বাংলানিউজকে জানান, ঢাকা থেকে সাতক্ষীরামুখি তাদের শ্যামলী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সুপার ভাইজার শিশিরসহ অনেক যাত্রী হতাহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভোরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১০/১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় ট্রাকের আরোহী তাজ মোল্যাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।