bangla news

কমলনগরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০৫ ১০:৪৪:২৩ এএম
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. খোকন (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর ) সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর সওদাগর রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খোকন উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা মো. তছলিমুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট তিনি ওমান থেকে দেশে এসেছিলেন।

নিহত ব্যক্তির স্বজনরা বাংলানিউজকে জানায়, নিহত খোকন মোটরসাইকেলে ছিলেন। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহের।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসআর/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন :   লক্ষ্মীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-05 10:44:23