ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
সাতক্ষীরায় হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামি কবিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা সদর উপজেলার কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কবিরুল কুচপুকুর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, কবিরুলের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। বুধবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে কুচপুকুর এলাকায় দুইদল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কবিরুল নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।