ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ২০ বছরের পলাতক আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
সিলেটে ২০ বছরের পলাতক আসামি গ্রেফতার

সিলেট: ‘হাত বাড়িয়ে ছুঁইনা তোকে মন বাড়িয়ে ছুঁই’। ত্রিবিদ দস্তিদারের কবিতা হয়তো ভালই রপ্ত করেছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তাইতো তারই পরিকল্পনায় অভিনব কায়দায় গ্রেফতার হয় ২০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি । গ্রেফতারকৃত আব্দুস সত্তার ওরফে কটা্ই মিয়া (৪৫) বিয়ানীবাজার উপজেলার দত্তপাড়ার সাজ্জাদ আলীর ছেলে।


 
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার এলাকা থেকে বোরকা পরে নারী বেসে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
 
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।   
 
এতে বলা হয়, গ্রেফতারকৃত কটাই মিয়া বিয়ানীবাজার থানার একটি হত্যা মামলায় (নং ১২,(৩)’৯৫)  আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এই পরোয়ানা মাথায় নিয়ে ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।
 
গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু’র নেতৃত্বে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২৫ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
 
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম আরও বলেন, ১৯৯৫ সালের একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন কটাই মিয়া। ১৯৯৯ সালে তিনি উচ্চ আদালত থেকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন লাভ করেন। এরপর উচ্চ আদালতে সাজা বহাল থাকলে তিনি প্রায় ২০ বছর ধরে ছদ্মবেসে পালিয়েছিলেন। এর আগেও তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু অভিনব কৌশলে তাকে গ্রেফতারে সক্ষম হন তারা।  

বুধবার (০৪ সেপ্টেম্বর) কটাই মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসইউ/আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।