ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা ৪০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা ৪০ হাজার অভিযানে জরিমানা আদায় করা হয়

ঢাকা: নির্মাণাধীন বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি ভবনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (০৪ সেপ্টেম্বর) এডিস মশা নির্মূলে চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ধার্য ও আদায় করে। রাজধানীর মিরপুরের ওই ভবনটিতে এই জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আজম।

 

এছাড়াও ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে বাদ পড়া সাত হাজার ২৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।

এছাড়া চার হাজার ৩৯৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।