ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থলমাইন বিস্ফোরণে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিয়ানমার-ঘুমধুম সীমান্তের তুয়াইংগা ঝিরি এলাকা থেকে ক্ষত-বিক্ষত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্ধ্যার দিকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
 
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।