ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাজীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
হাজীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: পচা খাদ্যদ্রব্য ও অপরিষ্কার-অপরিচ্ছন্নতার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার জিয়াউল ইসলাম বলেন, দুপুরে হাজীগঞ্জ ডাকাতিয়ার চরে গড়ে উঠা নদী বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় মাছের বরফ দিয়ে লাচ্ছি ও আইস কপি তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার জরিমানা করা হয়। একই সময় কলেজ টাইমে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা নদী বাড়িতে আড্ডা দেওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে একই সময় ইউএনও বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ বাজারে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে পচা খাবার বিক্রি, কাঁচা মাংস ও রান্না করা মাছ-মাংস এক সঙ্গে রাখার অপরাধে দু’টি খাবার হোটেলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও বৈশাখী বড়ুয়া বাংলানিউজকে বলেন, ভোক্তাদের সঠিক ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ০৩, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।