ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ময়মনসিংহ: মোটরসাইকেল দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাজ্জাদ সুফলের (২৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের ছেলে সাজ্জাদ সুফল মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপ করছিলেন।  

তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকও ছিলেন।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, সাজ্জাদ সুফল ত্রিশাল বাজার থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে আসার পথে জিরো পয়েন্ট এলাকায় সামনে থেকে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার বুকে ও মাথায় মারাত্মক আঘাত লাগে।  

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯ 
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।