ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মিন্নির জামিন আদেশ বরগুনার আদালতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, সেপ্টেম্বর ৩, ২০১৯
মিন্নির জামিন আদেশ বরগুনার আদালতে  আয়শা সিদ্দিকা মিন্নি। ছবি: বাংলানিউজ

বরগুনা: আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে ৭ নম্বর আসামি হওয়া স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির হাইকোর্টের জামিনের আদেশের কপি বরগুনার আদালতে পৌঁছেছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামিনের আদেশের কপি বরগুনার আদালতে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

 

তিনি বাংলানিউজকে জানান, মিন্নির হাইকোর্টের জামিনের আদেশের স্বাক্ষরিত কপি বরগুনার আদালতে এসে পৌঁছেছে।

মিন্নির পক্ষে জামিননামা (বেলবন্ড) দাখিলের অনুরোধ করেছি। আদালতের বিচারক জামিননামা গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে রিলিজ অর্ডার পাঠাবেন। এরপর সব দাপ্তরিক কাজ শেষ করে আজকের মধ্যেই মিন্নিকে মুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

এর আগে ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আয়েশা সিদ্দিকা মিন্নি।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

**রিফাত হত্যা: ৬ জনকে খুলনা শিশু-কিশোর সংশোধনাগারে প্রেরণ

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।