ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে অপহরণ মামলায় এক জনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ফরিদপুরে অপহরণ মামলায় এক জনের যাবজ্জীবন 

ফরিদপুর: ফরিদপুরে অপহরণ মামলায় বিপ্লব মাতুব্বর (৩৮) নামে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

সাজাপ্রাপ্ত বিপ্লব মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বাসিন্দা।

 

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের কৌসুলি (পিপি) স্বপন পাল জানান, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর বিপ্লব একই এলাকার এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে বিপ্লব মাতুব্বরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

অপহরণের পর থেকে এ পর্যন্ত অপহরণকারী বিপ্লব ও অপহৃত ওই গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।