ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু মশার সংগৃহীত ছবি

খুলনা: খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী রহিমা বেগম (৬০) মারা গেছেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। রহিমা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বাকিবিল্লাহর স্ত্রী।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনন্দ মোহন সাহা জানান, ডেঙ্গু রোগী রহিমা সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্বামী বাকিবিল্লাহও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর মৃত্যুর পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ নিয়ে খুলনায় এ পর্যন্ত আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৪ জন, এর মধ্যে নতুন রোগী ১৭ জন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।