ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বন্ধ-ন্যায় বিচারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বন্ধ-ন্যায় বিচারের দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে স্থানীয় উন্নয়ন সংস্থা কাবিদাং ও নারী পক্ষের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি কাজল বরণ ত্রিপুরা, ইয়েস প্রতিনিধি নিশি চাকমা, মানবাধিকারকর্মী নমিতা চাকমা, কৃষ্টি চাকমা, অরুণ কান্তি চাকমা,  সাংবাদিক অপু দত্ত প্রমুখ।

এতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন

মানববন্ধনে বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় নারীর প্রতি সহিংসতা কোনোভাবে রোধ করা যাচ্ছে না। যৌন নিপীড়ন, হত্যার মতো ঘটনা ঘটলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকে। উল্টো ক্ষমতাসীন কিংবা রাজনৈতিক আশ্রয়ের কারণে আসামিরা পার পেয়ে যাচ্ছে। মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।